ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

দুপুরে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৬ জুন ২০১৭ , ১০:৩০ এএম


loading/img

প্রতিবারের মতো এবারও বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও সবস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিজ্ঞাপন

সোমবার দুপুর ১২টায় ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি নেত্রী এ ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ পর্যন্ত কূটনীতিক, ১২টা ৪৫ থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা। এরপর দলীয় নেতাকর্মীসহ সবস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

শায়রুল কবির বলেন, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। 

এরপর বনানী কবরস্থানে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে নিজ বাসভবনে ফিরে যাবেন বেগম খালেদা জিয়া।

বিজ্ঞাপন

এইচটি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |